মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে বেঁধে শালিস করলো আওয়ামীলীগ নেতা, জরিমানা আদায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার ৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২০
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রবাসীর স্ত্রীকে বেঁধে এনে শালিস বসানো হয়েছে। শালিসে ওই নারীকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়। পরে এই ঘটনায় আজ শনিবার ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত  আসামিরা হলো- শ্যামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন দেবনাথ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার ও  যুবলীগ নেতা বোরহান উদ্দিন ছুট্টু, জাহিদুল ইসলাম দুলাল। মামলার অপর আসামি আওয়ামী লীগ নেতা ধনু মেম্বারের সিএনজি চালক শ্যামগ্রামের সোনা মিয়ার ছেলে জয়নাল আবেদীনকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনায় নির্যাতিত নারী দুবাই প্রবাসী কুড়িনাল গ্রামের মোশারফ পারভেজের স্ত্রী হোসনা আক্তার বাদী হয়ে আজ দুপুরে শনিবার নবীনগর থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফী আইনে পাঁচজনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
জানা যায়, শ্যামগ্রামের ৫নং ওয়ার্ডের  ইউসুফ মিয়ার মেয়ে হোসনা বেগমের বিয়ে হয় একই ইউনিয়নের কুড়িনাল গ্রামের দুবাই প্রবাসী মোশাররফ পারভেজের সাথে। এই দম্পতির আরাফাত নামে পাঁচ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর সাথে গত কয়েক মাস ধরে বিরোধ চলছে হোসনার। সেই বিরোধ মেটানোর জন্য তার স্বামীর আত্মীয় কুড়িনাল গ্রামের শামীমকে পরামর্শের জন্য গত ৩ মে শ্যামগ্রামে বাবার বাড়িতে ডেকে আনা হয়।
ইফতার শেষে দুজন আলোচনা করছিলেন। এমন সময় আওয়ামীলীগ নেতার অনুগত ক্যাডার যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বাসায় ঢুকে দরজা বন্ধ করে তাদের দুজনকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাদের দুজনকে বিবস্ত্র হয়ে জড়িয়ে ধরতে বাধ্য করে সন্ত্রাসীরা। আপত্তিকর অবস্থায় দুজনের ছবিও তুলে তারা। পরে দুজনকে বেঁধে শ্যামগ্রাম বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালিশ করে দুজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে ৫০ হাজার টাকা নগদ ও বাকি টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়। পরে সাদা কাগজে স্বাক্ষর রেখে পরিবারের জিম্মায় দুজনকে ছেড়ে দেয় তারা। এই ঘটনা এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।নাজিম উদ্দিন ধনু মেম্বার বলেন, ছেলে-মেয়েটিকে এলাকার ছেলেরা ধরে এনেছিলো। আওয়ামীলীগ কার্যালয়ে রাত বারোটার দিকে তাদের বিচার করে অভিভাবকের বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোন টাকাপয়সার লেনদেন হয়নি।
এব্যাপারে নির্যাতিত ছেলে শামীম মিয়া বলেন,”আমাকে ধনু মেম্বারের লোকজন আমাকে মাইরধইর করে কাপড় খুলে ছবি তুলেছে। পরে হাতে বেঁধে ধনু মেম্বারের অফিসে নিয়া আমাকে ১ লাখ টাকা জরিমানা করছে। ৫০ হাজার টাকা দিয়া ছুইটা আসছি। আমার উপর অন্যায় করছে ধনু মেম্বার ও তার লোকজন।” এবিষয়ে প্রবাসীর স্ত্রী হোসনা বেগম বলেন,”আমার জামাইর সাথে একটু ঝামেলা চলতাছে তাই আমার আত্নীয় শামীমরে আনছিলাম। দরজা খুলে কথা কইতাছিলাম, হেরা(আসামী) আইসা আমরারে মাইরধইর কইরা লেংটা কইরা ভিডিও করছে। পরে ধনু মেম্বারের অফিসে নিছে বাইনদ্যা, সেখানে ধনু মেম্বার আমরা দুইজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করছে। তাই আমি আজকা থানায় মামলা করে ৪ জনকে গ্রেফতার করাইছি।”
এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় বলেন, “শ্যামগ্রামের ঘটনায় পাঁচজনকে আসামী করে চাঁদাবাজি ও পর্নোগ্রাফী আইনে একটি মামলা হয়েছে। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ১ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।