শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দাগ-মো :মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
কালিয়া নড়াইল
এ মত্ত হৃদয় পারাবার গহীনে
মোক্তা কুড়াতে সেকি ভয়াবহ দৃশ্য;
তবু সে এনেছে কুড়াইয়া,ভরেছে
নুড়ি আর ঝিনুকে!
হতাশার মহী ছেড়ে, হিমালয় খুঁড়ে
হীরা পেতে ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়।