‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সহ নার্স, এনজিও কর্মী, স্বাস্থ্যকর্মী সুধীজন উপস্থিত ছিলেন।
আগামী ১৩ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে এ পুষ্টি সপ্তাহ পালন করা হবে।