বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল আলম। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে ও প্রভাষক মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, আয়োজক সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক নাসিম, শিক্ষার্থীদের মধ্যে মহুয়া সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা, তাপস কুমার পাল, প্রভাষক মো. কামরুজ্জামান সরকার, মো. আরমান আলী, মো. আবদুল মোমিন পাঠান, লায়লা মমতাজ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান প্রমুখ।শেষে কলেজের ছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ জুন, ২০২৩