মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আলোয়াখোয়া ইউনিয়ন মানবিক বাংলাদেশ সোসাইটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(২১ জুলাই) বিকেলে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রিয় কমিটির সভাপতি নুরুল ইসলাম বাদশাহ’র ভিডিও কলের মাধ্যমে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে মোঃ শাহীন আলম পলাশকে সভাপতি ও অচিন্ত কুমার সিংহ কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আলোয়াখোয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জামিলুর রেজা মানিক ৭১ সদস্য বিশিষ্ট আলোয়াখোয়া ইউনিয়ন মানবিক বাংলাদেশ সোসাইটি কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। কমিটি গঠনের পর বৃক্ষ রোপনের মাধ্যমে কমিটির কার্যক্রমের যাত্রা শুরু হয়।