পাবনার ভাঙ্গুড়ায় তিন দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম রাউন্ডে ভাঙ্গুড়া উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বুধবার উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় উপজেলার মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: শহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব-উল-আলম। অন্যান্যের মধ্যে দুর্নীতি দমন কমিশনের পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: হোসেন আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল আলম,বিচারক প্যানেলের সদস্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুমানা আক্তার,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: সেলিম রেজা,উপজেলা সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ‘‘রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ’’- এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক দুনীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৯ মে ২০২৩।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। মাহবুব-উল-আলম ভাঙ্গুড়া,পাবনা।