পাবনার চাটমোহর পৃথক অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন,চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার শাহজাহান আলীর ছেলে সাহাবুল আলম ভূষন (৩৭)। পৌর শহরের খেয়াঘাট এলাকা থেকে রবিবার দিবাগত রাত ১টা দিকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
অপরদিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে রাসেল আহমেদ (৩০) ও হান্ডিয়ালের খোকন হোসেনের ছেলে আকাশ হোসেন (১৯) কে পুলিশ আটক করেছে। হান্ডিয়াল কন্নিপাড়া এলাকা থেকে সোমবার দিবাগত রাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হলে আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।