রিসেপ তাইয়েপ এরদোয়ান তৃতীয়বারের মত তুরস্কেব প্রেসিডেন্ট হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ফরহাদ ফুয়াদ, মনির জামান, সাংগঠনিক সম্পাদক মনির জামান প্রমুখ বলেছেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা বাংলাদেশে ভোট ও ভাতের জন্য নিরন্তর রাজপথে আছে ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। জনতার বিপুল ভোটে যখন এরদোয়ান বিজয় অর্জন করেছেন, তখন বাংলাদেশের রাজনীতিতে থাকা তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এমন নিরঙ্কুশ বিজয় যেন নিপীড়িত মানুষের পাশে থাকা মানুষরা পেতে পারে সেই প্রত্যাশা করছি।
বৃহস্পতিবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রেসিডেন্ট এরদোয়ানকে নতুনধারার অভিনন্দন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মে, ২০২৩