ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ২০টি স্বর্ণেরবারসহ তিন বাংলাদেশী পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে ঐ যাত্রীর পায়ু পথ থেকে এই স্বর্ণবার উদ্ধার হয়।
আটক স্বর্ণ পাচারকারীরা হলেন, গোপালগঞ্জের মকসুদপুর গ্রামের রনি আহম্মেদ, মহিউদ্দীন ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাবিবুর রহমান।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, ভারতগামী ৩ যাত্রীর চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা ভারতে ঢোকার আগ মুহূর্তে সন্দেহভাজন এসব যাত্রীদের জিজ্ঞাসাাবাদ করেন। এসময় যাত্রীরা তাদের পেটের মধ্যে স্বর্ণবারের কথা স্বীকার করেন। পরে তাদের পায়ুপথ থেকে ২০ টি উদ্ধার করা হয়।
স্বর্নের বাজার মুল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। এর আগেও একাধিকবার তারা শরীরে স্বর্ণপাচার করেছে জানিয়েছে। আটকের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।।