যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রাম থেকে, গাঁজাসহ চন্দনা ঋষি(২২), নামের এক গাজা বিক্রেতাকে আটক করেছেন থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬মে) রাত আনুঃ ৯.৪০ মিঃ সময়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের জয় ঋষির ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ মেহেদী মাসুদ জানান, গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে, এরকম মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ মে, ২০২৩