শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ মে, ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে  বৃহস্পতিবার। উপনির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৮০টি ভোট কেন্দ্রের ৭৭২টি বুথে ২লক্ষ ৬১হাজার ৩শত ৯৩জন ভোটার ভোট প্রদান করবেন। প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

উপ-নির্বাচনে মাইক প্রতিক নিয়ে মোঃ জাহিরুল ইসলাম, চশমা প্রতিক নিয়ে পরিমল কুমার রায়, বই প্রতিক নিয়ে মোঃ মোনায়েম খান, টিউবওয়েল প্রতিক নিয়ে মোঃ মাহামুদুল হাসান, তালা প্রতিক নিয়ে মোঃ লিমন সরকার এবং সতিশ চন্দ্র বর্মন উড়োজাহাজ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন উপলক্ষ্যে বুধবার সকালে ব্রীফিং শেষে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কাছে নির্বাচনী সামগ্রী আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।

এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে প্রতিটি কেন্দ্রে ৫জন পুলিশ এবং ১২জন আনসার ভিডিপি সদস্যসহ ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এবং ৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার জানিয়েছেন।
তিনি জানান, উপ-নির্বাচনে মোট ২লক্ষ ৬১হাজার ৩শত ৯৩জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করবেন। এদের মধ্যে পুরুষ ১লক্ষ ৩১হাজার ২শত ৪৪জন এবং মহিলা ১লক্ষ ৩০হাজার ১শত ৪৯জন ভোটার। উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ৮০টি কেন্দ্রের ৭৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২২সালের ২৫ডিসেম্বর অসুস্থ জনিত কারণে উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গোবিন বর্মন মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়। শূন্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।