রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে বিনা মূল্যে নলকূপ ও স্প্রে-মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ মে, ২০২৩
সিরাজগঞ্জের চৌহালীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১ জন দরিদ্র পরিবারের মাঝে নলকূপ ও ২০ জন কৃষকের মাঝে স্প্রে-মেশিন বিতরণ করা হয়েছে ৷
বুধবার সকালে উপজেলা কাঠাল বাগান থেকে উপজেলা পরিষদের বাস্তবায়নে  উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসব নলকূপ ও স্প্রে-মেশিন বিতরণ করেন ৷ এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা উপ-সহকারি প্রকৌশলি নাবিল আহমেদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ চৌধুরি সন্জু, যুগ্ন সম্পাদক সেলিমুউর রেজা, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন ৷ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম  বলেন, আপনারা স্প্রে-মেশিন গুলো সঠিক ভাবে ব্যবহার করবেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং নলকূপ সঠিক জায়গায় ও বাতরুম থেকে কমপক্ষে ত্রিশ ফুট দুরে স্থাপন করবেন তাহলে অনেক অসুখ-বিসুখের হাত থেকে রক্ষা পাবেন ৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।