পাবনার ভাঙ্গুড়ায় পৈত্রিক সম্পত্তির পুকুর জবরদখল করে মাছ ধরার চেষ্টা য় ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আ: হান্নান (৩৬)। আ: হান্নান উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের মৃত: রিয়াজ প্রমাণিকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া মৌজার ৯২ খতিয়ানের ৩২৫ নং দাগে ৩৯ শতাংশ জমির কাতে ১৩ শতাংশ জমি পৈত্রিক সূত্রে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছিল আ: হান্নান। হঠাৎ করেই ওই গ্রামের মো: হানিফ আলীর ছেলে রজব আলী, জলিল হোসেন ও আলমাস আলী উপরোক্ত সম্পত্তি জোরপূর্বক অন্যায় ভাবে দখল করার জন্য পাঁয়তারা করে আসছে। ৩ বছর আগে ঐ জমির বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করে যার যার সম্পত্তির অংশ বুঝিয়ে দেন স্থানীয় প্রধান বর্গ। এ সময় আ: হান্নান তার সম্পত্তি বেড়া দিয়ে ভোগ দখল করে আসছিল। এমত অবস্থায় শনিবার (২০মে) দুপুর সাড়ে বারোটার দিকে রজব, জলিল ও আলমাস হান্নানের দখল কৃত পুকুরে গিয়ে জোরপূর্বক পুকুরের বাঁশ তুলে মাছ ধরার জন্য শ্যালো মেশিন লাগায়। তখন আ: হান্নান বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠি সোটা নিয়ে মারপিট করার উদ্দেশ্যে আসে। সে উপায়অন্ত না দেখে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আ: হান্নান বলেন, আমার পৈতৃক সম্পত্তি পেশি শক্তির বলে তারা জবরদখল করে নিচ্ছে। আমি থানায় অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত কোন বিচার পাইনি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত জলিল ও আলমাস বলেন, ঐ পুকুরের বিষয়টা নিয়ে দীর্ঘদিন কোর্টে মামলা চলমান ছিল এখন মামলার রায় আমাদের পক্ষে এসেছে তাই দখলে গিয়েছি। তবে আদালতের রায়ের কোন কাগজ পত্র দেখাতে পারেননি তারা।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।