মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ঘোড়দৌড় দেখতে উৎসুক জনতার ঢল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
নাটোরের সিংড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য ও বড় আদিমপুর গ্রামের পূর্ব মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন হাজার হাজার পুরুষ ও নারী দর্শক। উৎসুক জনতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এ খেলার প্রধান আয়োজক ছিলেন বড় আদিমপুর গ্রামের নওশের আলী।
উপজেলার সর্ববৃহৎ বিয়াশ মেলা উপলক্ষ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা বিকাল ৫ টায় শুরু হলেও বিকাল ৩ টার পর থেকেই লোকজন আসতে শুরু করেন। মাঠের পশ্চিম পাশে মহিলাদের জন্য নির্ধারিত জায়গা করায় মহিলা গ্যালারীতে ছোট বড় সব ধরনের মেয়েদের ভীড় ছিলো চোখে পড়ার মত। প্রখর গরম উপেক্ষা করে উৎসুক জনতা খেলাটি উপভোগ করেছে।
বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মোট ১৯ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেন।
খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী আব্দুল লতিফ বলেন, আমাদের এলাকায় এই প্রথম এ ধরনের খেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ খেলা দেখে তিনি খুশি।
নতুন প্রজন্মের কয়েকজন ছেলে-মেয়ে জানান, মোবাইল, টিভিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছি। বাড়ির কাছে নিজের চোখে খেলা দেখতে পেরে খুবই আনন্দিত।
আয়েশ গ্রামের সৌরভ সোহরাব বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিলো অত্যন্ত উৎসবমুখোর। হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে ভালোই লেগেছে।
প্রতিযোগিতায় বিজয়ী হন একশিঁং তাড়াই গ্রামের মো. আব্দুল মমিন। এসময় তাঁর হাতে প্রথম পুরষ্কার এলইডি তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ তারেক হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড় খেলার প্রধান উদ্যোক্তা ও আয়োজক মোঃ নওশের আলী জানান, আমি ব্যক্তিগত উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরে খেলার আয়োজন করার ইচ্ছে আছে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।