পাবনার চাটমোহরে আগামীকাল (১২ মে) শুক্রবার শুরু হচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চাটমোহর সরকারি রাজা চন্ত্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব (বালুচর খেলার মাঠ) মাঠে অনুষ্ঠিত এই টুনামেন্টের উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন।
চাটমোহর মিশুক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আশরাফুল আলম কাজল জনকন্ঠ কে জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হবে। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দল “রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী, পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব (বিএনএসসি), পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব, ঈশ্বরদী ক্রিকেট ক্লাব, সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান (এমসিএ) স্মৃতি ক্রিকেট একাদশ, চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব, পাবনা মোহামেডান স্পোটিং ক্লাব ও স্বাগতিক মিশুক ক্রীড়া চক্র চাটমোহর”।