বাজার এখন অনেক গরম
ঢুকতে লাগে অনেক শরম
ঢুকতে তবু হয়,
আমজনতার টাকাকড়ি
করছে রে নয়ছয়।
ঘরের মধ্যে গিন্নি গরম
নলেন গুড়ের ছিন্নি গরম
কিনতে তবু হয়,
দেনার দায়ে মান ইজ্জত
হচ্ছে অবক্ষয়।
অফিস পাড়ায় বসের গরম
তপ্ত রোদে রসের গরম
গিলতে তবু হয়,
সবকিছু আজ এলোমেলো
তিন নয়-তিন ছয়।
রাজ পথে আজ নেতার গরম
কাজ পথে তাজ জেতার গরম
ভীষণ এক বিস্ময়
সিন্ডিকেটের পোয়া বারো জয় বাংলার জয়।