রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় একটানা ৪০ দিন নামাজ আদায় করায় বাইসাইকেল বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ মে, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী জামে মসজিদে রমজান মাসের প্রথম রমজান থেকে তাকবিরুল্লাহর সহিত ১০ জন কিশোর ও যুবক একটানা ৪০ দিন নামাজ আদায় করায়, গ্রামের ওই কিশোর ও যুবকদের মাঝে- প্রথম পুরষ্কার একটি বাই সাইকেল, দ্বিতীয় পুরষ্কার, একটি মোবাইল ফোন, তৃতীয় পুরষ্কার,একটি মোবাইল ফোন ও সান্তনা পুরষ্কার জায়নামাজ প্রদান করা হয়।

গত শুক্রবার বাদ জুম্মা গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা হাফিজিয়া ও এতিমখানার আয়োজনে পুরষ্কার বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি ও গাড়লগাঁতী জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুস ছাত্তার ।

এ সময় উপস্থিত ছিলেন গাড়লগাঁতী জামে মসজিদের সহ সভাপতি মোঃ মোহারম হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক- দৈনিক আমার সংবাদ পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাহেব আলী, ক্যাসিয়ার সাবেক শি¶ক মোঃ মমতাজ হোসেন, গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও এ অনুষ্ঠানের আয়োজক মোঃ নায়েব আলী প্রমুখ ।

গাড়লগাঁতী গ্রামের কিশোর ও যুবকদের নিয়মিত মসজিদে এসে পাঁচ ওকতো নামাজ আদায়ের অনুপ্রেরণা জাগাতেই এ পুরষ্কারের আয়োজন করা হয় । গত ২০২২ সাল হতে গাড়লগাঁতী জামে মসজিদ কমিটির পরামর্শে এ পরস্কারের আয়োজন করেন গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা হাফিজিয়া ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ নায়েব আলী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।