নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ৫টি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে রাস্তার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় পৌরসভার মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন আহমেদ ও উপজেলা তাঁলী লীগের সভাপতি শামসুজ্জামান মহন প্রমুখ। পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তা ৫টি ৩ কোটি ৫৩ লক্ষ ৮১ হাজার ৩শ ৩৪ টাকা ব্যয়ে কার্পেটিং করবে বাগাতিপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই কনস্ট্রাকশন ও রিজভী ইনস্ট্রাকশন।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় ৫টি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩