শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় বন্যাতে প্লাবিত নিম্নাঞ্চলের ঘর-বাড়ি ; তলিয়ে গেছে ৪৫০ হেক্টর জমির ফসল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২০

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের গ্রামীন সড়কগুলো ডুবে গিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন নিচু এলাকার সাধারণ মানুষ। ফলে কয়েক‘শ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বর্তমানে এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা। এদিকে ৪৫০ হেক্টর জমির ফসল বানের পানিতে তলিয়ে গেছে। ঈদুল আজহাকে সামনে রেখে পশু খামারিরা রয়েছেন বিপাকে। এসব এলাকায় পশুখাদ্য সংকটে পড়েছে।

সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভাঙ্গুড়া,অষ্টমনিষা,খাঁনমরিচ ও দিলপাশার ইউনিয়নসহ পৌরসভার উত্তর মেন্দা মহল্লার বেশ কিছু বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়েছে। এসব বাড়ির বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা যায়। এতে কয়েক হাজার অধিবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

কলকতি শান্তি নগর গ্রামের বাসিন্দা গোলাম হোসেন বলেন,ঘরে পানি উঠেছে। রান্না-খাওয়া ও চলাচলের ক্ষেত্রে খুবই দুর্ভোগের শিকার হয়েছি। তবে প্রতিবেশি কয়েকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান।

কৈডাঙ্গা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাস কান্নাকণ্ঠে বলেন, বানের পানি ঘরের মধ্যে উঠছে। মাছ শিকার বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবতার জীবন করছি। এদিকে বন্যার পানিতে কয়েকটি এলাকার বোনা আমন ক্ষেত সম্পুর্ণ তলিয়ে গেছে । উপজেলা কৃষি অফিসার এনামুল হক জানান,ইতোমধ্যে ৪৫০ হেক্টর জমির বোনা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,বন্যা কিছু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।