পাবনার ভাঙ্গুড়ায় দুস্থ, জটিল ও ক্যান্সারে আক্রান্ত ২৭ জন রোগীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের সাড়ে ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের চেক গুলি রোগীদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক চিত্র তুলে বক্তব্য শেষে অনুদানের চেক গুলি সুফলভোগীদের হাতে তুলে দেন পাবনা- ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাসা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলাম ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সুফলভোগী ও সাংবাদিক বৃন্দ।