সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন হাজারটি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হয়েছেন মো. আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধ। ঈদের দিনে শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় পরিত্যক্ত ময়দার মিলের সামনে অভিযান চালিয়ে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। আটক আব্দুল মান্নান চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল শ্রী নারায়নপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ২ হাজার ৯৩৮ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই বৃদ্ধকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈদের দিনে ৩ হাজার বুপ্রেনরফিন ইনজেকশনসহ বৃদ্ধ আটক
প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ এপ্রিল, ২০২৩