সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার
শুক্রবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা আশ্রয়নের ঘরে উপস্থিত থেকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শতাধিক পরিবারের মাঝে এ উপহার তুলে দেন সঞ্জিত কর্মকার । ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি এসব মানুষ প্রাণভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করেছেন।
এ সময় তারা বিভিন্ন সময়জুড়ে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের কথা স্বরণ করে। সুখে-দুঃখে, বিপদে-আপদে সব সময় এভাবেই তাকে পাশে থাকতে অনুরোধ জানান অসহায় এসব মানুষ।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সঞ্জিত কর্মকার বলেন, আমাকে যদি এমপি নাও করা হয় তাহলেও আমার ওয়াদা—আমি সারা জীবন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করে যাবো। রায়গঞ্জ – তাড়াশ ও সলংঙ্গার মানুষের পাশে থাকবো। তাদের সেবা করবো—এটাই আমার রাজনীাত। রায়গঞ্জ – তাড়াশ ও সলংঙ্গার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে।