শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রক্তাক্ত হৃদয় – মোঃ মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
এক ফোঁটা মিষ্টি ঠোঁটের হাসিতে;
প্রীতির পুষ্প ফোটাতে, মৌচাকে স্পর্শ!
হিমালয় ছেড়ে আকাশ ফেড়ে,
স্বর্গে উড়ে প্রীতির দুটি ডানা!
উড়ন্ত ডানা ঝড়ে ভেঙে বিদীর্ণ;
দূর অজানায় রক্তাক্ত দুটি হৃদয়!