সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় পরিশোধ বিল বকেয়া দেখিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করলেও তা বকেয়া দেখিয়ে আব্দুর রহমান নামে এক গ্রাহকের মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের লোকজন এ সংযোগটি বিচ্ছিন্ন করেন। কর্তৃপক্ষ বলছে, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

রহমানের ছেলে রাসেল বলেন, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া বিদ্যুৎ অফিসের লোকজন আমার বাড়িতে এসে মিটারের সংযোগ লাইন কেটে দেন। তাদেরকে লাইন কাটার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন আপনার জানুয়ারি মাসে ১৬ টাকা বকেয়া আছে তাই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তাদেরকে বিল সিট দেখাতে চাইলেও তারা বিল সিট দেখেননি। তারা আমাকে অফিসে গিয়ে সংযোগ ফি দিতে বলেন। আমি অফিসে গেলে অফিসের এক কর্মচারী বলেন বিল পরিশোধ আছে কিন্তু এখন আপনাকে সংযোগ ফি দিতে হবে।
তিনি আরও বলেন, এক মাসে বিদ্যুৎ বিল বকেয়া থাকলে তা পরের মাসে দেখি যোগ হয়। এখন দেখি মার্চ মাসে বিল সিটে ১৬ টাকা বকেয়া হিসেবে যোগ হয়েছে। আবার পুনঃসংযোগ পেতে ৯৬০ টাকা জমা দিতে হয়েছে।

মাসিক বিদ্যুৎ বিল সিটে দেখা যায়, জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুলসহ গত ৫ ফেব্রুয়ারি ভাঙ্গুড়া অগ্রণী ব্যাংক শাখায় বিলটি পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বিল গত ২ মার্চ অনলাইনে এবং মার্চ মাসের বিল বিলম্ব মাশুলসহ ১৩ এপ্রিল ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ অফিসে পরিশোধ করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের বিল পরিশোধ থাকলে ও ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপটি জেনারেল ম্যানেজার নূরুল সামছুল হুদা বলেন, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। পরিশোধ বিলে বিলম্ব ১৬ টাকা মাশুলসহ বকেয়া থাকার বিষয়ে তিনি কোনো সদত্তর দিতে পারেননি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।