উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অদ্য ১০ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ” মাহে রমজানের পবিত্রতা, বাজার সিন্ডিকেট দুর্নীতি রোধ, সমাজ হিতৈষীদের সম্মাননা ও ইফতার অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্মার্ট উল্লাপাড়া বিনির্মানের বীরযোদ্ধা জননন্দিত জননেতা জনাব তানভীর ইমাম এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগন্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জনাব তমাল হোসেন, এএসপি উল্লাপাড়া সার্কেল (সিরাজগঞ্জ) জনাব অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ শামীম হাসান, পেশ ইমাম মাওলানা আব্দুল হাকিম,এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবু জাফর, দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাবলু ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুপ্রক সভাপতি ( ভারপ্রাপ্ত ) জনাব মোঃ মমতাজ হাসান রিটু।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুধী, ইমাম,বিভিন্ন অফিসার, ব্যবসায়ী,শিক্ষক -শিক্ষার্থী,স্কাউট, গার্লস গাইডসহ অন্যান্যরা।
সম্মাননা প্রদান করেন সামাজিক কাজে অন্যন্য অবদানের জন্য চিত্রপুরীর কৃষিচিত্র পরিচালক জনাব র, ই, মানিক, করোনাকালিন স্বাস্থ্যসেবায় অবদানের জন্য ডাঃ আলামিন হোসেন, করোনাকালিন লাশ দাফনের স্বীকৃতিতে সোহেল, মামুন সহ সাত জনকে ও সফল ইমাম এর স্বীকৃতি সম্মাননা দেওয়া হয় মাওলানা মোঃ রুহুল আমিনকে।