শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রোজা – মো: মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
মমিন গণে বসে আছে
দীর্ঘ অপেক্ষায়,
রোজা রেখে মন থেকে
অহংকার লয়।
ক্ষুধা বড্ড যন্ত্রনা দেয়
বুঝিনি আগে,
রোজা বোঝায় গরীবের কষ্ট
হৃদয় লাগে।
আকাশ কাঁদে বাতাস কাঁদে
চোখে দেখে জল,
খোদা মাফ করবে এ মাসে
মনে আছে বল।