বিদ্যুৎ, গ্যাস,দ্রব্যমূল্যের উর্দ্ধগতি,আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে “অবস্থান কর্মসুচি” পালন করেছেন আটঘরিয়া উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি।
শনিবার (০৮ এপ্রিল) বিকালে আটঘরিয়া উপজেলা বিএনপির আয়োজনে আটঘরিয়া গরুর হাট প্রাঙ্গণে আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সরদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গ জেব বাচ্চু, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম প্রাং, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম,
মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মমিন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ মন্ডল ওলি আহমেদ, জুবায়ের আহমেদ, আব্দুল হান্নান প্রমুখ।
এসময় সিরাজুল ইসলাম সরদার বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে এই পরবর্তী কর্মসূচি হিসেবে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে।
উক্ত অবস্থান কর্মসুচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।