রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় ফসলি জমি কেটে পুকুর খনন করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি জমি কেটে পুকুর খনন করায় গতকাল শুক্রবার রাতের কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের সময় পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা ও বিভিন্ন জায়গায় এসকেভেটর মেশিনের ব্যাটারী ধ্বংস করেন।

রাতের আধারে অভিযানে আলীগ্রাম নামক স্থানে জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন। একই সময় কয়েকটি এলাকায় এসকেভেটর মেশিনের ব্যাটারি ধ্বংস করে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.উজ্জল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আলীগ্রামের মোঃ আব্দুস ছাত্তার এর ছেলে মো. সরোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সময় উধুনিয়া ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে আলী গ্রাম, দীঘলগ্রাম ও কাশেম বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর খননে ব্যবহৃত এসকেভেটর মেশিনের ব্যাটারি ধ্বংস করে দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।