ফাঁকা বিলে একটি পুকুর
ধু-ধু রোদ্দুর,
ছুটে চলে রাখাল ছেলে
কত দূর?
পুকুর পাড়ে একটি গাছ
বসেছে তলায়,
বসে বসে বাজায় বাঁশি
পাখিরা গায়।
হঠাৎ দেখি রক্ত ঝরে
কে করেছে ক্ষত,
গাছটি কেঁদে কেঁদে বলে
বিষাক্ত মানুষ যত।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গাছের নালিশ – মো: মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩