যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় উত্তরপড়া গ্রামে হতদরিদ্র ২ পরিবারের মশার কয়েলের আগুনে পুড়ে প্রাই আনুঃ ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার ৫ এপ্রিল গভীর রাত এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, উপজেলা দীঘির পাড় গ্রামের অজেত আলী মোল্লার ছেলে জহিরুল মোল্লার গুয়াল ঘরে গরুকে মশা থেকে বাঁচাতে মশার কয়েল জ্বালিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সেই মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো গুয়াল ঘরে আগুন ধরে গরুসহ পুড়ে যায়। নিয়ন্ত্রণহীন আগুন পাশের বাড়ির জাফর আলী শেখের ছেলে হতদরিদ্র লতিফ আলী শেখের রান্না ঘরে ধরে পুড়ে যায় সেই সাথে ৬ কাহন বিছালী ও ৪ টি গাছ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ওই পরিবার ২টি অসহায় হয়ে পড়তে, এবিষয়ে ভুক্তভোগী জহিরুল কান্না জড়িত কন্ঠে জানান, আমি গরিব অসহায় কৃষক আমার গরুসগ গুয়ালঘর রান্নাঘর সহ পুড়ে ছাই হয়ে গেছে আমাদের এই অবস্থায় বেঁচে থাকাও দ্বায় হয়ে পড়েছে। এব্যাপারে ওই দুই পরিবার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, মানবিক আর্থিক সহযোগিতা চেয়ে পরিবার দু’টি আবেদন করেছেন, সার্বিক বিবেচনায় তদন্ত করে যাতে আর্থিক সহযোগিতা করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে মশার কয়েলের আগুনে দরিদ্র দুই পরিবারের স্বপ্নপুড়ে ছাই
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩