পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৩০ পুরিয়া (৩ গ্রাম) হিরোইনসহ মো. ফরহাদ আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১ টার উপজেলা পৌর সদরের কালীবাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরহাদ আলী উপজেলার পৌর সদরের মসজিদপাড়ার মৃত. নুর-ইসলামের ছেলে ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। ফরহাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৬ টি মাদক রয়েছে।
জানা যায়, পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সির (বিপিএম) দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের নির্দেশে ভাঙ্গুড়া থানার এসআই মঞ্জুর আহমেদ, এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি টিম মঙ্গলবার সকাল ১১ টার দিকে হিরোইন ব্যবসায়ী ফরহাদ আলীকে কালীবাড়ী বাজারের রশিদ পাগলার বাড়ির পিছনে ফাঁকা জায়গায় ৩০ পুরিয়া হিরোইনসহ আটক করে। আটকের বিষয়টি ওসি নিজেই নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ভাঙ্গুড়া থানা পুলিশ। ফরহাদ আলীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৬ টি মাদক রয়েছে। আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ৮(ক) ধারায় মামলা রজু করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।