দৌঁড়ে এসে বললো খোকা
শুনেছ খবর বাবা?
আমার সাথের খেলার সাথী
খাইছে নাকি থাবা!
অনেক কষ্ট হচ্ছে তাহার
ডাক্তার আসছে বাড়ি,
সাথীর মায়ে বলছে কেঁদে
যাবে তাদের ছাড়ি।
একটু পরেই শুনছি বাবা
মাইকে হুজুর বলে,
আমার সাথীর জানাযা নাকি
বাঁশ বাগানের তলে।
সাথীর মা বাপ কাঁন্দে কেন
বলোনা বাবা বলো?
সাথীরে দেখে গ্রামবাসিও কাঁদে
তাদের কিসব হলো?
চারপাওয়ালা পালকি দিয়ে
যাচ্ছে কোথায় সাথী?
সাথীর ঘরে নাইকি বাবা
এলইডি লাইট বাতি?