সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদগাঁওতে সেনাবাহিনী পরিচয় দিয়ে অপহরণের চেষ্টাঃ ভুয়া সার্জেট আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২০

জিয়াউল হক জিয়া,‌জেলাপ্র‌তি‌নি‌ধি,কক্সবাজার:
কক্সবাজার সদরের ঈদগাঁও ভোমরিয়া ঘোনায় সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে এলাকার এক যুবককে তুলে নেওয়ার চেষ্টাকালে আবদুল্লাহ (২২) নামের এক ভুয়া সার্জেট প্রতারককে ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস এলাকায়৷ ধৃত প্রতারক ও ভুয়া সার্জেটের বাড়ি সদরের ভারুয়াখালী ইউনিয়নের ঘোনা পাড়া কবির মোরা এলাকার ছাত্তারের বাড়ির নুরুল আমিনের ছেলে বলে জানা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধৃত প্রতারক আবদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পড়ে ভোমরিয়া ঘোনা এলাকায় এসে নিজেকে সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে ছৈয়দ আলমের ছেলে তৈয়বুল হাসান নামের এক যুবককে ফোনে ডেকে এনে সিএনজিতে তোলার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে চ্যালেঞ্জ করে।

 

পরে ঐ এলাকার বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বেলাল উদ্দীনকে ডেকে আনেন। সে তার পরিচয় সনাক্ত করতে বললে ভুয়া একটি সেনাবাহিনীর পরিচয় পত্র প্রদর্শন করে। সেটি বেলাল উদ্দিন ভুয়া কার্ড বলে শনাক্ত করলে স্থানীয় লোকজন প্রতারক আবদুল্লাহকে ধৃত করে রেখে পুলিশকে খবর দেয়৷ পরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ইমরান, এএসআই নিজাম উদ্দিন, এএসআই মহি উদ্দীনসহ একদল পুলিশ পাঠান। পরে তাকে জনতার রোষানল থেকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে৷ এসময় তার পরনে থাকা সেনাবাহিনীর পোশাকের এক সেট ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। পরে অপহরণের চেষ্টার শিকার যুবক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চালাচ্ছে ।

 

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, পুলিশ নিশ্চিত হয়ে তাকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধৃত প্রতারক ভুুুয়া সার্জেট প্রতারক আবদুল্লাহ জানান, সে পোশাক গুলো পাহাড়ের জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। ইতিপূর্বে সে ভোমরিয়া ঘোনা এলাকায় আরো একবার এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।