“এই পৃথিবীকে যে অবস্থায় পেয়েছি, তার চেয়েও সুন্দর রেখে যেতে চাই” এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ (PBRB) এর ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাড মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাঙ্গুড়া উপজেলার ১১ জন সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় অডিও কনফারেন্সে (২০২৩-২০২৪বর্ষের ) ১বছর এর জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল।
কমিটি ঘোষণা কালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উপ পরিষদ এর প্রধান সমন্বয়ক হামিদ কাইছার, রংপুর বিভাগের সভাপতি উম্মে হাবিবা, গাজিপুর জেলার সভাপতি আনোয়ার উল্লাহ্, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, ভাঙ্গুড়া উপজেলার নবনির্বাচিত কমিটির সেচ্ছাসেবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন হাফেজ মোঃ আব্দুলাহ্, সহ-সভাপতিঃ আরিয়ান খান সোহেল, সাধারণ সম্পাদকঃ লিখন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদকঃ রিপন বিশ্বাস, অর্থ সম্পাদকঃ শাকিল আহম্মেদ, দপ্তর সম্পাদকঃ মোঃ ওয়ালিদ খান, আইটি ও তথ্য বিষয়ক সম্পাদকঃ মোঃ আজিম খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ ইসরাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ মাসুদ রানা, কার্যনির্বাহি সদস্যঃ মোঃ শাহেদ হোসাইন ও সদস্যঃ মোঃ আবু হুরায়রা।
এ সময় কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।