সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুই উপজেলার লক্ষাধিক মানুষের স্বপ্ন একটা ব্রীজ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীটি ভাটিতে যমুনা নদীতে গিয়ে মিশেছে। নদীর এক পাড়ে অবস্থিত ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা বাজার অন্য পাবে চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ বৃহত্তর মির্জাপুর হাট। নদীর দু’পাড়ে দুই উপজেলার লক্ষাধিক মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা। এই চরম দুর্ভোগ লাঘবে নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের স্বপ্ন এলাকাবাসী।

নদীর উত্তর পাড়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন। এই নদী পাড়েই ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, মির্জাপুর ডিগ্রী কলেজ, মাদরাসা, উচ্চ বিদ্যালয়, ব্যাংক সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মির্জাপুরসহ নিমাইচড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং প্রাচীন ও ব্যবসা প্রসিদ্ধ বৃহত্তর মির্জাপুর হাটও নদীর উত্তর পাড়ে অবস্থিত। সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দুইদিন হাট বসে। হাট থেকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছেন। কিন্তু ব্রীজের অভাবে যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখন হাটটি বন্ধের উপক্রম। আর দক্ষিণ পাড়ে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন অবস্থিত। এখানেও নদী পাড়েই অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা বাজার, পোস্ট অফিসসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। হাট বাজার, স্কুল কলেজ সহ বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত দক্ষিণ পাড়ের মানুষকে উত্তর পাড়ে এবং উত্তর পাড়ের মানুষকে দক্ষিণ পাড়ে যেতে হয়।

অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, হাট বাজার, ছাত্র ছাত্রীদের স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রয়োজনে আমাদের নদীর উত্তর পাড়ে যেতে হয়। অষ্টমনিষা ও মির্জপুরের মধ্যবর্তী গুমানী নদীতে ব্রীজ না থাকায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জন দুর্ভোগ লাঘবে এ স্থানে অতি দ্রুত ব্রীজ নির্মাণ প্রয়োজন। তিনি আরো বলেন, গত বর্ষায় মির্জাপুর গ্রামের এক প্রসুতি মা’র প্রসব বেদনায় ভুগছিলেন। তখন বাজে রাত ৯টা, নদীতে খেয়া নৌকা না পাওয়ায় চরম বিপদে পড়েন। তখন তাকে নদী পাড়েই একটি বাড়িতে নিয়ে প্রসব (সন্তান জন্ম) করানো হয়।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি বলেন, মির্জাপুর একটি বড় ব্যবসা কেন্দ্র। নিমাইচড়া ইউনিয়ন পরিষদসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মির্জাপুরে অবস্থিত। পাশাপাশি নদীর অপর পাড় অষ্টমনিষাও একটি ইউনিয়ন সদর। এ দুই ইউনিয়নসহ দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষকে এ নদী পারাপার হতে হয়। উপজেলা সদরে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন এ নদী পার হতে হয় আমাদের। ব্রীজ না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসিদের। শিশু, বৃদ্ধ, অসুস্থ্য, সন্তান সম্ভবা মাকে দ্রুত হাসপাতালেও নিতে পারি না আমরা। কিন্তু নদীতে ব্রীজ না থাকায় খেয়া নৌকায় পারাপার হতে হয়। তিনি আরো বলেন, এই ব্রীজের জন্য স্থানীয় সংসদ সদস্যর নিকট বার বলে আসছি। ব্রীজ হবে মর্মে শান্তনা ছাড়া কিছুই পাইনি। জনগুরুত্বপূর্ণ এ স্থানে একটি ব্রীজ হওয়া অতীব জরুরী প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশল মোছা: আফরোজা বলেন, অষ্টমনিষা- মির্জাপুর ব্রীজটি গুরুত্বপূর্ণ। তবে কয়েক বছর আগে অষ্টমনিষা থেকে ১ কি:মি দুরে হরিহরপুরে একটি ব্রীজের কাজ কিছুটা হয়েছিল। কিন্তু কি কারণে ব্রীজের কাজ বন্ধ হয়ে গিয়েছিল আমার জানা নেই এখন ওই ব্রীজটির কাজ আবার চালু করার জন্য প্রস্তাবনা পাঠানো হবে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, অষ্টমনিষা- মির্জাপুর ব্রীজের প্রস্তাবনা পাঠানো আছে উর্ধতন মহলে। ডিপিপি’র অন্তর্ভূক্ত হলে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।