সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষা” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন দাতা সংস্থা সাইটসেভার্স। ২৭/ মার্চ সোমবার তাড়াশ উপজেলায় সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থা এবং অধিকার ও ক্ষমতায়ন প্রতিবন্ধী সংস্থা এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠানে সাইটসেভার্স এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা আসমা রাশিদা, মিল কো-অডিনেটর মৃণাল কান্তি দাস, জেলা সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার সহ প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষা”প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে ২টি ওপিডি সংগঠন থেকে ৮ জন নারী এবং ১৫ জন পুরুষ সর্বমোট ২৩ জন উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভায় নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ওপিডি রেজিষ্ট্রেশন, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, জাতীয় দিবস উৎযাপন, প্রতিবন্ধী শিশুদের বাড়ি ভিত্তিক ও স্কুল ভিত্তিক শিক্ষার্থীর ফলো-আপ, প্রশিক্ষণ পরবর্তী দলে শেয়ারিং করা । উল্লেখ্য যে সাইটসেভার্স এর সহযোগীতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষা”প্রকল্পটি তাড়াশ উপজেলায় ২টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।
রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
তাড়াশে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষা” প্রকল্পের কার্যক্রম সাইটসেভার্স কর্তৃক পরিদর্শন
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মার্চ, ২০২৩