নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক নামের একজনের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে গত ২৫ জানুয়ারি উপজেলা প্রেসক্লাবে কনফারেন্স করেন ভুক্তভোগীরা। এরপর গত ৫ ফেব্রুয়ারি মিজানুর রহমান ও ৭ ফেব্রুয়ারি ইমামুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে পৃথক মামলা দায়ের করে। মামলা দুটি আমলে নিয়ে আসামী এমদাদুলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। তবে, ওয়ারেন্ট জারির পর আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার (২২ মার্চ) সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে বাদী পক্ষে র আইনজীবী আব্দুল জলিল বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলা দুটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ার সেই প্রতারক এমদাদুল কারাগারে
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩