রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় এক পরিবার সদস্যদের ঘুমের মধ্যে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। এ ঘটনায় থানায় লিখিল অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের আতাহার আলী ও তার পুত্রবধু পপি বেগম অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে দুর্বিত্তরা তাদের ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাদের নাকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে আলমিরা ভেঙ্গে স্বর্নালংকার, নগদ ৭হাজার টাকা, মোবাইল ফোনসহ ২লাখ ৩২হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বিত্তরা।
রবিবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ঘরে সিঁধ কাটা অবস্থায় দেখতে পেয়ে ওই ঘরের লোকজন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকাডাকি করে। পরে বাড়ির লোকজন ঘরে ঢুকে অজ্ঞান অবস্থায় আতাহার আলী ও পপি বেগমকে উদ্ধার করে বাড়িতেই তাদের চিকিৎসা প্রদান করছে।
এ ঘটনায় আতাহার আলীর মেয়ে রুনা বেগম রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এঘটনায় রবিবার দুপুরে এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।