সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩
পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে  জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
সারাদেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুক্তির মহানায়ক জাতীর জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মকবুল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলার ৫ টি ইউনিয়নের ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেওয়া হয়।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ