নিজস্ব প্রতিবেদক:
সরকারি আদেশ অমান্য করে করোনা কালেও বন্যা কবলিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জোর করে কিস্তি আদায় করছে বিভিন্ন এনজিওর লোকজন। কিন্তু এগুলো দেখার কেউ নেই। একারণে মহাবিপাকে পড়ে গেছেন বিভিন্ন এনজিওর হাজার হাজার সদস্য। এ ঘটনা প্রশাসনকে বারবার জানিয়েও কোন প্রকার প্রতিকার পাওয়া যাচ্ছে না।এমনকি অনেক সদস্য কিস্তি দিতে না পেরে বাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন। সেখানেও কিস্তির টাকার জন্য হামলা করছে এনজিওর কর্মীরা। এ রকম ঘটনা তাড়াশ উপজেলার নওগাঁ এলাকাতেই বেশি ঘটেছে। যা তদন্ত করলে প্রমাণ মিলবে। এ ব্যাপারে সংশ্লিট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সরকারি আদেশ অমান্য করে করোনাকালেও বন্যা কবলিত তাড়াশে জোর করে কিস্তি আদায় করছে বিভিন্ন এনজিও
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুলাই, ২০২০