“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যকে সামনে রেখে, মুজিববর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ের ৯৩ টি ঘরের শুভ উদ্বোধনের বিষয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে প্রেস ব্রিফিং করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম।এ সময় পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, প্রবীন সাংবাদিক আব্দুর শুকুর, শাজাহান আলী, বিটিভির প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এশিয়ান টিভির প্রতিনিধি ফজলুল হক, যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩