উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ৩ দিন ব্যাপী স্মার্ট মেলা উদ্বোধন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট মেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যদেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম।
মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি
সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩