সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রিক বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ মার্চ রবিবার বিকেলে চৌহালী সরকারি কলেজ মাঠে দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রিক বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দীন, সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার, আবু নজির মিয়া,সহসভাপতি হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,
সাংগঠনিক সম্পাদক মো, তালুকদার চুন্ন, মাসুম সিকদার, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল কালাম মোল্লা প্রমুখ।