পাবনার ভাঙ্গুড়ায় স্কাউটসের ডে ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮মার্চ) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী মহামুক্ত স্কাউটস কর্তৃক আয়োজিত এই ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী মহামুক্ত স্কাউটস সম্পাদক ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমল মতি শিক্ষার্থীদের বিভিন্ন স্কাউটসের বিষয়ের উপর বক্তব্য দেন প্রধান স্কাউটস ব্যক্তিত্ব ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ও ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসানাইন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম, পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান ও ভেড়ামারা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. হেদয়েতুল হক, সহকারি শিক্ষা অফিসার মো. হাসান আলী, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।
ডে ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠানে স্কাউটসের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও পরামর্শ মূলক বক্তব্য দেন ক্যাম্প পরিচালক ও সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী মহামুক্ত স্কাউটস এর গ্রুপ লিডার মো. গোলাম রাব্বি। এ সময় তিনি প্রজেক্টরের মাধ্যমে স্কাউটসের বিভিন্ন প্রামাণ্য তথ্য চিত্র প্রদর্শন করেন।