পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান বি এল কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ মার্চ) সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুর্শিদ আলী।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ শিক্ষক/ শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র/ ছাত্রী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া বিজদের হাতে পুরস্কার তুলে নেন।