বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক প্রতিবন্ধি শিশুর মৃত্যু হয়েছে।থানার এসআই আলী হোসেন জানান, উপজেলার পশ্চিম পয়সা গ্রামের আতিক হাসান ঘরামীর পাঁচ বছরের শারিরীক প্রতিবন্ধি (অটিস্টিক) মেয়ে মানহা ইসলাম মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকে বের হয়ে সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা তানহাকে পানি থেকে তুলে স্থানীয় আদর্শ জেনারেল হাসপাতালে নিলে সেখানের কর্তর্বরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করে।
এঘটনায় তানহার মা শিউলী বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় পানিতে ডুবে অটিস্টিক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩