শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
নাটোরে বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যাক্তির নাম ভুলু আকন্দ (৬৫)। তিনি সিংড়া উপজেলার আটঘোলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আহতরা হলেন, সাদ ইসলাম শুভ (২২), হেলাল (৪০), আফজাল (৪৫), জয়নাল আবেদীন (৩০), রুবেল ইসলাম (২১), দৃষ্টি (৩০), মিলি (৩৮), উজির উদ্দিন (৪২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা একরামুল আলম ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৫-২৫৯৬) মানিকপুর মোড়ে একটি ট্রাককে ওভাটেকিং করতে গিয়ে নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী রত্না পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-১৮৮২) এর সাথে সংঘর্ষ হয়। স্থানীয় জনগন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষনা করে ও রত্না পরিবহনের চালকসহ চারজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
উজির উদ্দিন বলেন, আমরা আত্বীয় স্বজন মিলে আটজন সি ১-২-৩-৪ ও ডি ১-২-৩-৪ সিটে চাপাইনবাবগঞ্জে যাচ্ছিলাম। শুরু থেকেই অতিরিক্ত গতিতে গাড়ী চলছিল। মানিকপুর মোড়ে একটি গাড়ীকে ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনা হয়। আমাদের তিনজন আহত হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, হানিফ পরিবহনের বাস অপর একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষ হয়। বাস দুইটি জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ