সাতক্ষীরার তালা উপজেলায় নিজের মাকে ধর্ষন করার অভিযোগ উঠেছে। নিজের মাকে ধর্ষনের এমন ঘটনায় ঐ এলাকার সকলেই যেন হতস্তম্বিত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার আঠারোই গ্রামে। নিজের আপন মাকে ধর্ষনের অপরাধে ছেলে বেলাল হোসেন(২০) কে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
ধর্ষক বেলাল তালা সদর ইউনিয়নের আঠারোই গ্রামের মৃত্যু জসিম উদ্দিন মোড়ল এর পুত্র৷
স্হানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (০৯ মার্চ) নিজ ঘরে ঘুমাচ্ছিল মৃত্যু জসিম উদ্দিন মোড়ল এর স্ত্রী (ধর্ষকের আপন মা) রোজিনা খাতুন (৪৪) ৷
এ সময় নেশাগ্রস্হ পুত্র মোঃ বিল্লাল হোসেন রাত আনুমানিক ১ ঘটিকার দিকে জোর পূর্বক নিজের মাকে ধর্ষণ করে। অভিযুক্ত মা বাদি হয়ে ১১মার্চ তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তালা থানা পুলিশ আসামি বিল্লাল হোসেন কে গ্রেফতার করেছে।
এ বিষয়ে তালা থানা ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে মামলা হয়েছে ৷ নং ০৫ তারিখ ১১ মার্চ ২০২৩ ৷