মোঃ আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি:
মানবতার সেবায় আমরা একতাবদ্ধ এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন সেমন্তঘর একতা যুব সংগঠনের শুভ উদ্বোধন ও বিশেষ দোয়া অনুষ্ঠান ১৮ জুলাই সামাজিক দূরত্ব বজায় রেখে সেমন্তঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । হযরত মাওলানা জাকির বিন তাজুল ও শেখ মোঃ মোবারক হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন ভুঁইয়া।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, প্রধান মেহমান আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুল হান্নান, বিশেষ অতিথি উপজেল যুবলীগের সহ- সভাপতি মোঃ মাজেদুল ইসলাম বকুল, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যাকুট ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ছগির আহম্মেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরনগর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সেমন্তঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, মুফতি কাইয়ুম কাসেমী, মোঃ কাউছার, ইমামুজ্জামান মাসুদ, উপদেষ্টা মোঃ সোহেল আহমেদ ভূঁইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়িদ্য আহমেদ রাফি, আব্দুল করিম মেম্বার, মোঃ কবির হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মোঃ সাগর আলী, খন্দকার আল আমিন, শহিদুল হক ছোট্ট মিয়া, মাজেদুল হক সরকার, সোহেল ভূঁইয়া, মোঃ রোমান, নাঈম ভূঁইয়া, মোঃ সোহরাফ প্রমুখ। একতা যুব সংগঠনে কমিটি ঘোষণা করেন ইঞ্জিনিয়ার সায়িদ আহমেদ।
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শেষে সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়।