ঠাকুরগাঁওয়ের হরিপুর কাঁঠালডাঙ্গী কুলিক নদী থকে বালু বহনকারি মহেন্দ্র গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় গাড়ির চাকা বিস্ফারণ হয় আল-আমিন(১৭) নাম দাকানের এক কর্মচারীর গুরুত্বর ভাবে জখম হয়। তাকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। সে রানিশৈংকৈল উপজেলার রাউতনগর পুলপাড় গ্রামের জালাল এর ছেলে। ঘটনাটি ঘটছে গতকাল বুধবার সকাল পনে ৯টায় কাঁঠালডাঙ্গী বাজার ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক রবিউল ও আলতাফুরের দাকানে। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন সংবাদ পেয়ে ঘটনা পরির্দষণ করা হয়ছে। মহেন্দ্র গাড়িটি ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান সরকার এর নিকট জিম্মা দেওয়া হয়ছে অভিয়াগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়াহবে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হরিপুর গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফারন কর্মচারীর মত্যু
প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মার্চ, ২০২৩